তুলিমা গান ভালোবাসে। সে প্রতিদিন গান শোনে।
Tulima loves music. She listens to it every day.
তার বন্ধু কার্লোস ও অনিতাও গান পছন্দ করে।
Her friends Carlos and Anita also like music.
কার্লোস জিজ্ঞেস করে “তুলিমা, তুমি কোন ধরনের গান পছন্দ করো?”
“Tulima, what sort of music do you like?” asks Carlos.
“আমি পাশ্চাত্য সঙ্গীত পছন্দ করি, কিন্তু আমি আমার দেশ ইথিওপিয়ার গান বেশি পছন্দ করি।”
“I like Western music, but I prefer music from my country, Ethiopia.”
কার্লোস বলে “আমার বাড়ী কলম্বিয়া। আমি শুধু সালসা শুনি। এটি নাচের জন্য দুর্দান্ত।”
“I come from Colombia. I only listen to salsa. It’s great for dancing,” says Carlos.
আনিতা বলে, “আমি রোমান্টিক গান আর মন ভাল করে দেওয়ার মতো মিউজিক পছন্দ করি।”
Anita says, “I like romantic songs and music that makes me happy.”
তুমি কোন ধরনের গান পছন্দ করো?
What sort of music do you like?