টমের দাঁতে ব্যথা। তার দাঁতে খুব ব্যথা হয়।
Tom has a toothache. His tooth hurts very much.
তাকে তার ডেন্টিস্টের সাথে দেখা করতে হবে, কিন্তু প্রথমে তার ব্যথার জন্য কিছু প্রয়োজন।
He needs to see his dentist, but first he needs something for the pain.
সে গাড়ি চালিয়ে নিকটস্থ ফার্মেসিতে যায়।
He drives to the nearest pharmacy.
“আমার দাঁতে ব্যথা হচ্ছে” সে বলে। “আপনার কাছে কি এর জন্য কিছু আছে?”
“I have a toothache,” he says. “Do you have anything for that?”
“হ্যাঁ, এখানে কিছু ব্যথানাশক আছে। এগুলোর জন্য কোনো প্রেসক্রিপশন লাগবে না।”
“Yes, here are some painkillers. You don’t need a prescription for these.”
“ধন্যবাদ। এগুলোর দাম কত?”
“Thank you. How much do they cost?”
“এগুলোর দাম ৯ ইউরো। কিন্তু আপনার একজন ডেন্টিস্টের সাথে দেখা করা উচিত।”
“They cost nine euros. But you should see a dentist.”
“ঠিক আছে, আমি আগামীকাল সকালে আমার ডেন্টিস্টকে ফোন করব।”
“Okay, I will call my dentist tomorrow morning.”
“আপনার যদি আরও শক্তিশালী ওষুধের প্রয়োজন হয়, তবে আপনাকে আপনার ডেন্টিস্ট বা ডাক্তারের কাছ থেকে একটি প্রেসক্রিপশন নিতে হবে।”
“If you need stronger medicine, you will need to get a prescription from your dentist or doctor.”