প্রথমে সে একটি ঝাড়ু দিয়ে মেঝে পরিষ্কার করে।
First, he sweeps the floor with a broom.
তারপর সে ভ্যাকিউম ক্লিনার ব্যবহার করে। ভ্যাকিউম ক্লিনারটি ভাল কাজ করে।
Then he vacuums. The vacuum cleaner works well.
তারপর সে এক বালতি পানি ও একটি মপ নেয়।
Then he gets a bucket of water and a mop.
সে বিনটি খালি করে এতে নতুন একটি ব্যাগ দেয়।
He empties the bin and puts a new bag in it.
সে আবর্জনা বাইরে রেখে আসে।
He takes out the rubbish.
তার হাতমোজা, একটি স্পঞ্জ আর একটু ক্লিনার দরকার।
He needs gloves, a sponge, and some cleaner.
সে স্পঞ্জ আর একটুখানি ক্লিনার দিয়ে মেঝেতে নোংরা একটি জায়গায় ঘষামাজা করে।
He scrubs a dirty spot on the floor with the sponge and some of the cleaner.
তারপর সে জানালা পরিষ্কার করে।
Then he cleans the window.
তার বসার ঘরটা খুব অগোছালো।
His living room is very messy.
সে গুছিয়ে নেয়। এখন এটি সুন্দর ও পরিষ্কার।
He tidies up. Now it is nice and clean.