কার্লোস একটি স্কুটার চালায়। সে দ্রুত গতিতে চালায়।
Carlos rides a scooter. He rides fast.
রাস্তায় পানি জমে আছে। রাস্তাটি পিচ্ছিল।
There is water on the road. The road is slippery.
সে স্কুটারের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ও পড়ে যায়।
He loses control of the scooter and falls off.
কার্লোস মারাত্মকভাবে আহত হয়।
Carlos is badly hurt.
একজন মহিলা অ্যাম্বুলেন্স ডাকলেন। “একটা দুর্ঘটনা ঘটেছে। তাড়াতাড়ি এসো!”
A woman calls for an ambulance. “There has been an accident. Come quickly!”
অ্যাম্বুলেন্স খুব দ্রুত চলে আসে।
The ambulance comes very quickly.
দু’জন লোক কার্লোসকে স্ট্রেচারে উঠায়।
Two men put Carlos on a stretcher.
তারা কার্লোসকে অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে যায়।
They lift Carlos into the ambulance.
অ্যাম্বুলেন্সটি হাসপাতালে যায়।
The ambulance drives to the hospital.
একজন নার্স কার্লোসকে হাসপাতালের ভিতর নিয়ে যায়।
A nurse takes Carlos into the hospital.
কার্লোসের পায়ে অনেক ব্যথা এবং সে দুশ্চিন্তা করে।
Carlos’s leg hurts a lot, and he is worried.
দু’জন চিকিৎসক তার পায়ে অস্ত্রোপচার করেন।
Two doctors operate on his leg.
তার বাবা-মা তাকে দেখতে আসেন। তাঁরা তাকে জিজ্ঞেস করেন কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে।
His parents visit him. They ask him how the accident happened.
তাঁরা তাকে বাড়ি নিয়ে যান। কার্লোস এখন ক্রাচ ব্যবহার করছে।
They drive him home. Carlos is using crutches.