বোরান ও তার মেয়ে হাঁটতে বের হয়েছে।
Boran and his daughter are out for a walk.
তারা একটি ক্যাফেতে আসে ও ভিতরে ঢুকে।
They come to a café, and go in.
ক্যাফেতে ওয়েটার তাদেরকে একটি টেবিল দেখায়।
In the café the waiter shows them to a table.
বোরান একটি কফি অর্ডার করে।
Boran orders a coffee.
তার মেয়ে একটি সোডা অর্ডার করে।
His daughter orders a soda.
ওয়েটার তাদের অর্ডার নিয়ে আসে।
The waiter brings their order.
সে সোডাটি একটি গ্লাসে ঢেলে দেয়।
He pours the soda into a glass.
বোরান তার কফিতে চিনি ঢালে।
Boran puts sugar in his coffee.
বোরান বিলের কথা জিজ্ঞাসা করে।
Boran asks for the bill.
বোরান ও তার মেয়ে ক্যাফে থেকে চলে যায়।
Boran and his daughter leave the café.