কিপের নুডুলস খেতে ইচ্ছে করছে।
Kip feels like eating some noodles.
কিপ তার এক বন্ধুকে তার সাথে যোগ দিতে বলে।
Kip asks a friend to join him.
তারা একটি খাওয়ার জায়গা খুঁজে।
They look for a place to eat.
তারা নুডলস বিক্রি হয় এমন একটি জায়গা খুঁজে পায়।
They find somewhere that sells noodles.
কিপ ও তার বন্ধু একটি টেবিল খুঁজে পায়।
Kip and his friend find a table.
তারা বসে ও ওয়েটারকে ডাকে।
They sit down and call the waiter.
ওয়েটার আসে। কিপ নুডলসের অর্ডার দেয়।
The waiter comes. Kip orders noodles.
তার বন্ধুও নুডলসের অর্ডার দেয়।
His friend orders noodles too.
তারা প্রত্যেকে এক গ্লাস পানি পান করে।
They each get a glass of water.
ওয়েটার খাবার নিয়ে আসে।
The waiter brings the food.
তারা সস ও লবণ দিয়ে নুডলস মাখায়।
They add sauce and salt, and stir the noodles.
কিপ ও তার বন্ধু নুডলস খায়। এগুলি সুস্বাদু।
Kip and his friend eat the noodles. They are delicious.